ফের খোঁচা রাজ‍্যপালের : পরিযায়ী শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে মুখ‍্যমন্ত্রীকে খোঁচা টুইটারে

29th May 2020 রাজ‍্য
ফের খোঁচা রাজ‍্যপালের : পরিযায়ী শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে মুখ‍্যমন্ত্রীকে খোঁচা টুইটারে


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : সাতসকালেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কে লক্ষ‍্য  করে  রাজ‍্যপালের টুইটারে মতপ্রকাশ ঘিরে ফের বিতর্ক ‌। রাজ‍্য বনাম রাজ‍্যপালের পত্রযুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে । যা নিয়ে বারবার বাম ও কংগ্ৰেস সরব হয়েছে । তবে বিজেপি রাজ‍্যপালের মত প্রকাশকে সাধুবাদ জানিয়েছে । এবার পরিযায়ী শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে রাজ‍্য সরকারকে খোঁচা দিলেন রাজ‍্যপাল জগদীপ ধনখড় । তিনি লিখেছেন " যে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ‍্যে ফিরে আসছেন , তাঁরা আমাদের আপনজন । তাঁরা পেটের দায়ে রাজ‍্য ছাড়তে বাধ‍্য হয়েছিলেন । ওরা আমাদের সম্পদ , কেউ ফেলনা নন "  ।  তিনি আরো লিখছেন " মানবিক মূল‍্যবোধ অটুট রেখেও কোভিড - ১৯ সংক্রান্ত  সমস্ত নিয়মাবলী ও নির্দেশ মেনে চলা যায় । বিশ্বব‍্যাপী মহামারীর প্রেক্ষাপটে নিজেদের বাড়ি ফিরে আসলে তাঁদের উষ্ণ আমন্ত্রণ প্রাপ‍্য । তাঁদের কোভিড সংক্রমণকারী হিসাবে দেগে দেওয়া অন‍্যায় , অত‍্যন্ত হতাশাব‍্যাঞ্জক  এবং হৃদয়বিদারক " ।  বর্তমান পরিস্থিতি তে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন রাজ‍্যে । কিন্তু তাদের সঠিকভাবে টেষ্ট হচ্ছে না বলে অভিযোগ । এমনকি যে সব কোয়ারেন্টিন সেন্টার এ রাখা হচ্ছে সেখানেও কোনো সামাজিক দূরত্ব না মেনে বহুজনকে একসাথে রাখা হচ্ছে । খাওয়া ও ঠিক মত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিরোধী দলগুলির । বিজেপির প্রতিনিধি দল দিন কয়েক আগেই রাজভবনে গিয়ে দেখা করেছেন রাজ‍্যপালের সাথে । বামেরা সরাসরি তথ‍্য গোপনের অভিযোগ তুলেছেন রাজ‍্য সরকারের বিরুদ্ধে । এর মাঝে রাজ‍্যপালের ফের টুই্যট বোমা নতুন করে বিতর্ক শুরু করলো । যদিও শাসকদল এই মন্তব‍্যে নজর দিতে নারাজ । কারন রাজ‍্যপাল সাংবিধানিক প্রধান হলেও তিনি বিজেপির মুখ বলে শাসকদলের দাবী । " পদ্মপাল " এর এই সব মতপ্রকাশকে আমল ই দিচ্ছে না শাসকদল বলে মত নেতৃত্বের । মুখ‍্যমন্ত্রী সর্বক্ষেত্রেই মানবিক । সকলে যাতে সুস্থভাবে বাঁচতে পারে তার জন‍্য ই পরিকল্পনা গ্ৰহণ করা হচ্ছে । অন‍্য রাজ‍্যগুলোর দিকে তাকিয়ে দেখুন রাজ‍্যপাল । এসব মন্তব‍্য লিখে বাজার গরম করে ফোকাসে থাকার কোনো প্রয়োজন নেই বলে মত শাসকদলের নেতাদের ।





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।